হাওড়া: শিয়ালদহ ডিভিশনের পর এবার হাওড়া ডিভিশনও পুজো স্পেশাল ট্রেন চালাবে। পূর্ব রেলের তরফে শুক্রবার জানানো হয়েছে, পুজোর সময় ৮টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাতে চলবে এই বিশেষ ট্রেন। চালানো হবে বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে। হাওড়া ডিভিশনে চলবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন।
পুজোয় হাওড়া ও শিয়ালদহ লাইনে ব্যপক ভিড় হয়। দিনভর সেই ভিড় সামলাতে নাজেহাল অবস্থার। তবে, এরই মধ্যে যাত্রীদের জন্য বড় সুখবর। পুজোর পাঁচদিন চলবে স্পেশাল ট্রেন। বাড়ি থেকে বেরোনোর আগে একনজরে জেনে নিন ….
হাওড়া – বর্ধমান (ব্যান্ডেল হয়ে) ইএমইউ বিশেষ
হাওড়া থেকে: রাত ০০:৪৫ → বর্ধমান: ভোর ০৩:১০
বর্ধমান থেকে: রাত ২১:৪০ → হাওড়া: রাত ০০:০৫
আরও পড়ুন: পঞ্চমীতে প্ল্যান রয়েছে! বেরোনোর আগে জেনে নিন হাওয়া অফিস কী বলছে ?
হাওড়া – বর্ধমান (ডানকুনি হয়ে) ইএমইউ বিশেষ
হাওড়া থেকে: রাত ০১:১৫ → বর্ধমান: ভোর ০৩:২০
বর্ধমান থেকে: রাত ২২:৩০ → হাওড়া: রাত ০০:৪৫
হাওড়া – ব্যান্ডেল ইএমইউ বিশেষ
হাওড়া থেকে: রাত ০১:০০ → ব্যান্ডেল: রাত ০২:০৫
ব্যান্ডেল থেকে: রাত ২৩:৩০ → হাওড়া: রাত ০০:৩৫
শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ বিশেষ
শেওড়াফুলি থেকে: রাত ০০:৩০ → তারকেশ্বর: রাত ০১:২০
তারকেশ্বর থেকে: রাত ২৩:১৫ → শেওড়াফুলি: রাত ০০:০৫
নিয়মিত ট্রেনে পরিবর্তন
৬৩৫০১ হাওড়া – বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু (MEMU)
হাওড়া থেকে ছাড়বে রাত ০১:৪৫ টায়
৩৭২২০ ব্যান্ডেল – হাওড়া লোকাল
ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ০৫:৪০ টায়
দেখুন খবর: